Spread the love

শিখা দেব : কলকাতা, ২৯ জুন ২০২৪। কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিল আবার ছন্দে ফিরল। শনিবার দুরন্ত ফুটবল খেলে ব্রাজিল বিধ্বস্ত করলো প্যারাগুয়েকে। ব্রাজিল ৪-১ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়েকে। এদিনের নায়ক হলেন ভিনিসিয়াস জুনিয়র। তাঁর জোড়া গোলে ব্রাজিল স্বমহিমায় ফিরে আসে। খেলার প্রথম পর্বে লুকাস পাকুয়েতা পেনাল্টি মিস করলেও, দ্বিতীয় পর্বে তিনি পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি। দলের হয়ে অন্য গোলটি করেন স্যাভিও।
প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন ওমর আলদেরেতে। ব্রাজিল প্রথম সাক্ষাতে কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ভাবে খেলা শেষ করেছিল। ব্রাজিল পরের ম্যাচ খেলবে কলম্বিয়ার সঙ্গে। দুই ম্যাচ শেষে ব্রাজিল চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিগ টেবিলে।
গ্রুপ ডি – র অপর খেলায় কলম্বিয়া ৩-০ গোলে কোস্টারিকা দলকে পরাস্ত করে। গোল করেছেন লুইস ডিয়াজ, ডাভিনসান সানচেজ ও জন কোরডোবা। দুটো ম্যাচ জিতে কলম্বিয়া লিগ পর্বে প্রথম স্থানে রয়েছে।