নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ ডিসেম্বর, ২০২৪। অল ইন্ডিয়া আর্য মহাসভা এবার কলকাতায় কার্যালয় চালু করল।
মানিকতলা ব্লাড ব্যাঙ্কের উল্টোদিকে কলকাতা কার্যালয়ের উদ্বোধন করেন দলের সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। তিনি বলেন, দেশে বা রাজ্যে রাজনৈতিক দলের অভাব নেই, কিন্তু মানুষের জন্য ভালোবেসে কাজ করার চেষ্টা বা উদ্যোগের অভাব রয়েছে।
তার কর্মজীবনে বামফ্রন্টকে দেখেছেন। যারা জীবন বদলে দেবার স্বপ্ন দেখিয়েছেন। তার আগে কংগ্রেস আমলের শাসন ব্যবস্থাও দেখেছেন। আর বর্তমান সরকারের যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার রাজনীতি ও ঋণের বোঝা বাড়িয়ে চলা দেখছেন। এছাড়াও কাজের সন্ধানে সমাজের সর্বস্তরের মানুষদের ভিন রাজ্যে চলে যাওয়া দেখছেন।
এই রাজ্যে না হলেও প্রতিবেশী রাজ্যে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল বা তার নেতাদের কাজকর্ম সম্পর্কে প্রত্যেকেই ওয়াকিবহাল। সকলেই ঘুরপথে মানুষকে ভালো থাকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু প্রকৃত উন্নয়ন বা সঠিক কাজ করার ভাবনা নেই।
যার কারনে ঐ সব দলগুলি ন্যায় ধর্ম থেকে সরে এসে এই কাজে যুক্ত হয়েছেন।
তাই খুব স্বাভাবিকভাবেই তারা চ্যুত হচ্ছেন। অল ইন্ডিয়া আর্য্য মহাসভা উল্লেখিত দলগুলোর চেয়ে বয়সে নবীন হলেও ভাবনায় তারা অনেক বেশি অগ্রবর্তী। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে তাই ন্যায় ধর্মের অনুসারী একটি সর্বজনের রাজনৈতিক দল অল ইন্ডিয়া আর্য্য মহাসভা গড়ে তুলেছেন। আর তা গড়ে উঠেছে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উপদিস্ট পথে। ২০২৩ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছে দল। তাতে মানুষের সাড়াও পেয়েছেন তারা।
পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির কার্যকরী সভাপতি ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় বলেন, দেশের বহু মানুষের জন্য কাজ করতে হলে তা রাজনৈতিক দলের মাধ্যমেই সম্ভব। শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি। দ্বারউদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ মহামন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজী মহারাজ। তিনি
বলেন, ক্ষুদ্র রাজনৈতিক সংকীর্ণতা কখনো ভালো কাজ করতে পারেনা। অন্যায় বা পাপ কাজ ঢেকে রাখা অসম্ভব। তাই সমাজের চারপাশে তাকালেই দেখা যাচ্ছে দুর্নীতির অট্টহাসি। অনুষ্ঠানের শেষে অল ইন্ডিয়া আর্য মহাসভার ভাবধারায় রচিত প্রথম একটি গান প্রকাশিত হয়।গানটি লিখেছেন ড: অর্ঘ্য মুখোপাধ্যায় এবং সুর ও কণ্ঠ দিয়েছেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিধনী সৎসঙ্গ আশ্রমের সম্পাদক শ্রী শুভজিৎ পালিত, সম্পদ নারায়ণ ব্যানার্জী, প্রদীপ মিত্র প্রমুখ। বিভিন্ন জেলা থেকে দলের নেতা সহ উপস্থিত ছিলেন শহর ও জেলার নেতারাও ।
Related Posts
Spread the love• _Advanced Minimally Invasive Treatment Cures Rare Esophageal Disorder, Setting New Benchmarks in Gastroenterological Care__ Staff Reporter : Kolkata, 20th. December, 2024. A 24-year-old woman, suffering from severe…
Read moreSpread the loveবিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৯ ডিসেম্বর, ২০২৪: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়াটারস্টোন কলেজের ১২ সদস্যের একটি দল বর্তমানে ক্রিকেট খেলতে ভারত সফর করছে। এই সফরের অংশ হিসেবে, দক্ষিণ আফ্রিকার অন্যতম…
Read more