গোপাল দেবনাথ : কলকাতা, ২ সেপ্টেম্বর, ২০২৪। ১ সেপ্টেম্বর রবিবার উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা। আয়োজনে- শ্রী শ্রী মায়ের বাড়ি, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। এদিনের বক্তব্যের বিষয় ছিল “আমার” আপন ঘরের ঠিকানা এবং ইন্দ্র বিরোচন সংবাদ। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম পর্যায়ের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠসংগীতশিল্পী অমিতাভ চৌধুরী। টানা একঘন্টা ধরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মায়ের উপর ভক্তিগীতি পরিবেশন করে সকল শ্রোতাদের ভক্তিরসে ডুবিয়ে মোহিত করে দেন। পুরুষ মহিলা নির্বিশেষে কয়েকশো শ্রোতা সংগীতের মধ্যে ডুবে যান। প্রেক্ষাগৃহের পরিবেশ এতটাই শান্ত ছিল যে একটি পিন পড়লেও তার আওয়াজ শোনা যাবে। এদিনের অনুষ্ঠানে প্রবেশ মূল্য ধার্য্য করা হয়েছিল ২০০/-টাকা। প্রেক্ষাগৃহ ছিল ভক্ত এবং শ্রোতায় পরিপূর্ণ ছিল। অনুষ্ঠান শেষে অমিতাভ চৌধুরীর সংগীতানুষ্ঠান সকল দর্শক শ্রোতাদের ভালো লেগেছে বলে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। এদিনের ভাবগম্ভীর অনুষ্ঠানে একটি অসাধারণ বক্তৃতা দেন রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ যা উপস্থিত ভক্তগনের হৃদয় ছুঁয়ে যায়। এদিনের অনুষ্ঠানে সমাপ্তি সংগীত পরিবেশন করেন অমিতাভ চৌধুরী।
Related Posts
Spread the loveGRS News India : Kolkata, 3rd. February, 2025. Shyam Sundar Co Jewellers launched ‘GLITTERIA – Every Diamonds For You ! – with a glittering fashion show and a…
Read moreSpread the loveবিশেষ প্রতিনিধি : মধ্যমগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৫। পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং উত্তর ২৪ জেলার প্রথম শিক্ষাকেন্দ্র রূপে দোলতলায় ‘জাভেদ হাবিব স্যালোন অ্যাণ্ড অ্যাকাডেমী’ চালু করল ভারতখ্যাত সৌন্দর্য বিশেষজ্ঞ তথা…
Read more