Photo Caption (L-R):* Milinda De, PRO, Guild; Ms. Astrid Wege Director, Goethe Institute, Kolkata; Mr. Tridib Kr. Chatterjee, President, Guild; Ms. Barbara Voss Consul General of Germany in Kolkata; Mr. Sudhangshu Sekhar Dey, Hony. General Secretary, Guild; Raju Barman, Joint Secretary, Guild; Tapas Saha, Treasurer, Guild.
GRS News india , 16th, December, 2024.The 48th International Kolkata Book Fair will be inaugurated on 28 January 2025 at 4pm at the Boimela Prangan, Salt Lake, by our Hon’ble Chief Minister Smt. Mamata Banerjee, in presence of delegates from Germany, the Focal Theme Country, alongwith with authors, dignitaries and Hon’ble Ministers of our state.
The following are the highlights of this year’s International Kolkata Book Fair:
1. There will be around 1000 stalls and Little Magazines. The number of stalls will be the same like last year.
2. This year, the International Kolkata Book Fair is becoming an open air book fair in its true sense. There will be no halls where earlier the English language publishers used to be present. Instead, there will be a designated ‘Premier Area’ for all English language participants. At the same time for the convenience of the English language participants, the Guild has drastically reduced the contribution amount for the stalls.
3. Senior Citizen’s Day, ‘Chiro Tarun’ will be celebrated on 4 February. An interactive session between a senior author, senior publisher and a senior reader will be organised on that day. Children’s Day will be celebrated on the first Sunday, 2 February 2025.
4. There will be nine entry and exit gates in the IKBF 2025 for the easy movement of the visitors. One of the gates will be named after German author Goethe and another will be named after German born Philologist and Orientalist Max Mueller.
5. Birth centenary year of Narayan Sanyal, Salil Chowdhury, Rhittik Ghatak, Tapan Sinha, Arundhuti Debi and 125th Birth year of Kazi Nazrul Islam and Jibananda Das will be celebrated in the Book Fair.
6. International Kolkata Book Fair 2025 android app to locate any stall in the fair using Google location, created by Sister Nivedita University will be available soon. Also the IKBF 2025 will have virtual live presence through the website and social media pages of the Book Fair. Those who are staying abroad, they can enjoy Book Fair’s programs online. Our exclusive digital partner is Sister Nivedita University.
7. A special digital ground map with the participant list of the IKBF 2025 will be available just by scanning QR Code at all the entry points of the Book Fair.
8. A special medical assistance service with ambulance by Peerless Hospitex Hospital And Research Centre Limited,- the Health Partner of IKBF 2025.
9. Meghbela Broadband will be the Exclusive Broadband Partner of Book Fair 2025.
10. Our hospitality partner – Novotel hotels and residencies, will provide hospitality to our Guests coming from abroad.
11. Around 20 Countries across the globe will participate at the International Kolkata Book Fair 2025.
12. “Buy books and win a Book Library” – As a commitment to the society, Guild’s initiative to disseminate the opportunity to more and more book lovers. The daily lottery will be organised and the winners will win Book Gift Coupons.
We are deeply indebted to State Bank of India – our official Banker for providing full banking facilities, ATM and E-services in the Fairground.
We are also indebted to HDFC Ergo General Insurance Company – participating as the Official Insurer for the first time.
We also acknowledge great support from the National Jute Board as our Green partner.
The major attraction of the International Kolkata Book Fair that we all look forward to, will be the 11th edition of the Kolkata Literature Festival which will be held for
3 days inside the SBI auditorium, from 6 to 8 February 2025.
Today we have with us Ms Barbara Voss, Hon’ble Consul General of Germany in Kolkata and Ms Astrid Wege, Director, Goethe Institut, Kolkata. We will hear from them some interesting news about their participation as a focal theme in the book fair.
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ ডিসেম্বর, ২০২৪। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আগামী ২৮ জানুয়ারি ২০২৫ বিকেল ৪টেয় বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি জার্মানির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক, গুণিজন ও মাননীয় মন্ত্রীবর্গ ।
এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখনীয় বিষয় –
১। লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে ১০০০। গতবছরের তুলনায় এবারে স্টলের সংখ্যা বাড়ছে না।
২। এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা সঠিক অর্থেই খোলা আকাশের নীচে বইমেলা। এবারের মেলায় কোনো হল থাকছে না, যেখানে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন। তার জায়গায়, তাঁদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে। একইসঙ্গে তাঁদের সুবিধার্থে, স্টলের ভাড়া অনেকটাই কমানো হয়েছে। কারণ এবারের মেলায় তাঁরা নিজেরা নিজেদের স্টল বানিয়ে নেবেন।
৩। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদ্যাপন হবে ৪ ফেব্রুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা। মেলার প্রথম রবিবার, ২ ফেব্রুয়ারি উদ্যাপন হবে শিশু দিবস।
৪। ৯টি গেট, যার প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরোনো যাবে। একটি গেট হচ্ছে জার্মান সাহিত্যিক গ্যোয়েটের নামে। আর একটি গেট জার্মান ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে।
৫। বইমেলায় উদ্যাপিত হবে নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা, অরুন্ধুতি দেবীর জন্ম শতবর্ষ এবং কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষ পূর্তি।
৬। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অ্যাপ খুব শীঘ্রই প্লে স্টোরে আসছে। এই অ্যাপটি তৈরি করেছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন অনুযায়ী মেলার মধ্যে যে কোনো স্টল খুঁজে পাওয়ার সুবিধা থাকবে। এছাড়াও আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে। বইমেলায় যারা আসতে পারছেন না তাঁরা ঘরে বসে দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান। কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।
৭। খুব সহজেই কিউ আর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন। মেলার সব গেটে থাকবে এই কিউ আর কোড।
৮। বইমেলার হেলথ্ পার্টনার পিয়ারলেস হসপিটেক্স হসপিটাল ও রিসার্চ সেন্টার লিমিটেড।
৯। মেঘবেলা ব্রডব্যান্ড — আন্তর্জাতিক কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার।
১০। বইমেলার হসপিটালিটি পার্টনার নোভোটেল হোটেল।
১১। সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ।
১২। বই কিনুন লাইব্রেরি জিতুন! এবারের মেলাতেও থাকবে বই বাম্পার লটারি! এছাড়াও থাকবে প্রতিদিনের লটারি যেখানে ভাগ্যবান বিজেতারা পাবেন বুক গিফট কুপন।
আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অফিসিয়াল ব্যাঙ্কার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অফিসিয়াল ইন্সুরার ইইচ ডি এফ সি আর্গো এবং গ্রিন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড কে।
বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৫।
আজ আমাদের মধ্যে রয়েছেন কলকাতায় জার্মান কনসাল ম্যাডাম বারবারা ফস্ এবং কলকাতার গ্যোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে। বইমেলায় ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাঁদের কাছ থেকে নতুন কিছু শুনতে আমরা উৎসুক হয়ে আছি…।