
বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১২ এপ্রিল, ২০২৫। ফ্যাশন, লাইফ স্টাইল ও গিফ্টিংয়ের জন্য ভারতের প্রথম সারির গন্তব্য স্থল শপার্স স্টপ তাদের এক্সক্লুসিভ পয়লা বৈশাখ ফেস্টিভ কালেকশন উন্মোচন করল কলকাতার অ্যাক্রোপলিস মল-এ। তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানটি ছিল ফ্যাশন, পরম্পরা, ও আধুনিক রুচির এক মহৎ উদযাপন। এখানে পাওয়া গেছে পার্সোনালাইজড স্টাইলিং, প্রিমিয়াম ও উৎসবের আনন্দের এমন এক অভিজ্ঞতা যা মনকে মুগ্ধ করে দেয়।
এই অনুষ্ঠানে এমন এক অনবদ্য কালেকশন উন্মোচন করা হয়েছে, যেগুলির মধ্যে অনায়াসে ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক নান্দনিকতা এসে মিশেছে। ফ্যাশন বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এক্সক্লুসিভ স্টাইলিং সেশন, প্রিমিয়াম হাই-টি অভিজ্ঞতা, এবং শপার্স স্টপ-এর ব্ল্যাক কার্ড গ্রাহকদের জন্য একান্ত ভাবে আয়োজিত সেলিব্রিটি মিট-অ্যান্ড-গ্রিট উপভোগ করেছেন অতিথিরা। যে-কালেকশন উন্মোচন করা হল, তার মধ্যে উৎসবের মূল ভাবের সঙ্গে সূক্ষ্ম কারিগরি, প্রাণবন্ত রং, ও রুচিশীল সিলুয়েট অন্তর্ভুক্ত হয়েছে।
এই উন্মোচন অনুষ্ঠান প্রসঙ্গে শপার্স স্টপ-এর কাস্টোমার কেয়ার অ্যাসোসিয়েট, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বললেন, “ভারতে উৎসব মানেই হল আনন্দ উদযাপন, পরম্পরা পালন সেই সঙ্গে ফ্যাশনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার একটা সময়। আমাদের পয়লা বৈশাখ কালেকশন লঞ্চ করে আমরা আমাদের গ্রাহকদের জন্য ঐতিহ্য ও আধুনিকতার এক রুচিশীল মেলবন্ধন নিয়ে আসতে চেয়েছি। এই কালেকশনের মধ্যে শপার্স স্টপ-এর এই দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে যে তারা এমন সব ট্রেন্ডসেটিং স্টাইল নিয়ে আসতে চায় যা উৎসবের প্রতিটি মুহূর্তকে উল্লেখযোগ্য ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করবে।”
এই কালেকশনে শপার্স স্টপ-এর দুটি অনবদ্য এখনিক লাইনকে তুলে ধরা হয়েছে- কশিশ ও বন্দেয়া। এই দুটিই নিজেদের অনন্য উপায়ে পয়লা বৈশাখের মূল ভাবকে মূর্ত করেছে:
● কশিশ: শপার্স স্টপ-এর উইমেন এথনিক লাইনকে অনুপ্রাণিত করেছে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের শিল্পকলা। কশিশ হল সূক্ষ্ম ভাবে এমব্রয়ডারি করা অনসম্বল যা ভারতীয় উৎসবগুলির লালিত্য ও রুচিকে উদযাপন করে। পয়লা বৈশাখের পরম্পরাগত রঙে ডিজাইন করা প্রতিটি পোশাকে উৎসবের আনন্দ, প্রাণবন্ত রূপ ও সুরুচিকে ধরা হয়েছে এবং তার পাশাপাশি অনায়াস স্টাইলিংয়ের জন্য আধুনিক সিলুয়েটকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
● বন্দেয়া: শপার্স স্টপ-এর মেন’স লাইন হল ভারতের বৈচিত্রময় কারুশিল্প ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন। বন্দেয়া পেশ করছে আধুনিক এথনিক ও ইন্দো-ওয়েস্টার্ন অনসম্বলের এমন সম্ভার যা তৈরি করা হয়েছে স্টাইলিশ ও পরম্পরা প্রিয় পুরুষের জন্য। এই কালেকশনের রিচ টেক্সচার, সূক্ষ্ম ডিটেলিং, ও সমসাময়িক ফিটিং এই দিকটি নিশ্চিত করেছে যে পুরুষরা এমন পোশাক গায়ে দিয়ে পয়লা বৈশাখের মহৎ ভাবকে আপন করে নিতে পারবেন যা একই সঙ্গে চিরকালীন ও একেবারে আধুনিক ফ্যাশন।
আসন্ন উৎসবের মরসুমে পরম্পরা ও আধুনিক রুচির খাঁটি মেলবন্ধনকে বাড়িতে নিয়ে আসার জন্য কলকাতার ফ্যাশন আগ্রহীরা এবার শপার্স স্টপ-এর আউটলেটগুলোতে বা
অনলাইন কেনাকাটা করে অনবদ্য কালেকশনগুলি থেকে বেছে নিয়ে নিজের পছন্দের পোশাক কিনতে পারেন।
About Shoppers Stop Limited
Shoppers Stop Ltd. is the nation’s leading premier retailer of fashion and beauty brands established in 1991. Spread across 109 department stores, the Company also operates 11 premium home concept stores, 85 Specialty Beauty stores of M.A.C, Estée Lauder, Bobbi Brown, Clinique, Jo Malone, ARMANI, SS Beauty, 59 Intune stores and 20 Airport doors, occupying area of 4.3 M sq. ft. present in 68 cities pan India. Shoppers Stop is home to one of the country’s longest running and most coveted loyalty program ‘First Citizen’. The Company’s one-of-a-kind shopping assistance service, ‘Personal Shopper’ is revolutionizing the way Indians shop, bringing more value, comfort, and convenience to customer experiences. The brand’s diversified Omni channel offering spans over 800+ recognized and trusted brands across an incomparable range of products that together serve our overarching objective of delivering customer delight.