Spread the love

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৭ এপ্রিল, ২০২৫। আই এস এল ফুটবলের কাপ ফাইনালে লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথম লেগের ম্যাচে জামশেদপুরের মাঠে হেরেছিল সবুজ মেরুন। জামশেদপুরের মাঠে ১-২ ব্যবধানে হারায় । যুব ভারতী ক্রীড়াঙ্গনে সোমবার ১ গোলে পিছিয়ে নেমেছিল সবুজ মেরুন। নির্দিষ্ট সময়ে ২ গোলের ব্যবধানে জিতলেই ফাইনাল নিশ্চিত ছিল। তা বাস্তবে রূপ দিল সবুজ মেরুন ব্রিগেড। খালিদ জামিলের জামশেদপুর এফ সি-র বিরুদ্ধে এই কাজটি করে দেখাল কোচ হোসে মোলিনার দল।যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে অনবদ্য পারফরম্যান্স দেখাল মোহনবাগান। শেষ অবধি ২-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করল মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। খেলার প্রথম পর্বে কোনও গোল হয় নি। দ্বিতীয়ার্ধের ৫১মিনিটে জেসন কামিংন্স গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ে আপুইয়া রালতে গোল করে মোহনবাগানকে ফাইনাল খেলার ছাড়পত্র তুলে দেন।