রাহুল দেবনাথ : কলকাতা, ২৫ ডিসেম্বর ২০২৩। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বড়দিন। প্রভু যীশুর জন্মদিন পালন করতে প্রস্তুত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ। হালকা শীতের পরশ গায়ে মেখে কয়েক দিন আগে থেকেই মেতে উঠেছে কলকাতাবাসী।
বড়দিনের আগের সন্ধ্যায় ক্রিসমাস পালন করলো উত্তর কলকাতার অরবিন্দ টাওয়ার অ্যাসোসিয়েশন। অরবিন্দ টাওয়ারের আবাসিক এবং শিল্পী অমিত বন্ধু ঘোষের উদ্যোগে আয়োজিত ‘ক্রিসমাস ধামাকা’য় বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে স্যাক্সোফোনে জনপ্রিয় বাংলা ও হিন্দি গান বাজিয়ে শোনান মঞ্জুশ্রী দে। তাঁর স্যাক্সোফোনের সুরে মূহুর্তেই পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে। অমিত বন্ধু ঘোষের কন্ঠে রাহুল দেব বর্মনের গাওয়া ‘যেতে যেতে পথে হলো দেরি’ শ্রোতাদের মুগ্ধ করে। রিমা ভট্টাচার্য, প্রীতম, কুমার মুখার্জির গাওয়া গানের তালে মেতে ওঠেন অরবিন্দ টাওয়ারের আট থেকে আশি- সব বাসিন্দারা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জয় রাঠোর।
Related Posts
Spread the loveGRS News india : Kolkata, 2nd. December, 2024: In recent years, Museum Hotels have captured imaginations worldwide, offering spaces where history comes alive and visitors immerse themselves in…
Read moreSpread the loveGRS News india : Kolkata, 30th November 2024 – The Cake Mixing Ceremony is not merely a culinary tradition; it embodies the essence of joy, togetherness, and the…
Read more