Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২১ আগস্ট, ২০২৪। আজ বিশ্ববাসী জেনে গেছে কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসক এর মর্মান্তিক ঘটনার খবর। ছাত্র যুব সমাজ থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে সর্বক্ষেত্রের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। হাইকোর্ট সহ অন্যান্য কোর্টের আইনজীবীরা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন। বুধবার আলিপুর ক্রিমিনাল কোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে দুপুর ১২:৩০ নাগাদ একটা প্রতিবাদ মিছিল সি জে এম কোর্টের সামনে থেকে শুরু হয়ে আলিপুর জজ কোর্টে যায় । এরপর আবার প্রতিবাদ মিছিল ফিরে আসে আলিপুর পুলিশ কোর্টে।
প্রচুর আইনজীবীর উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল সমৃদ্ধ হয়। বার এসোসিয়েশনের সভাপতি শিবপ্রসাদ সিনহা বলেন ‘ আর জি করের ধর্ষণ ও খুন হয়ে যাওয়া মেয়েটি যাতে সঠিক বিচার পায়। তার জন্য সারা দেশ জুড়ে চলছে আন্দোলন। আমাদের বারের পক্ষ থেকে আজ প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে দিয়ে প্রতিবাদ সম্পন্ন হলো।’