Spread the love

গোপাল দেবনাথ :  কল্যাণী, ৫ সেপ্টেম্বর, ২০২৪। আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি।সারা বিশ্বের সব শ্রেণীর মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছেন। ১৪ আগস্ট শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি সর্বত্র বিরাজমান। নির্যাতিতার বিচারের দাবি নিয়ে সব ক্ষেত্রের শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সেই প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী বিশ্ববিদ্যালয়ও। তারই ফলস্বরূপ শিক্ষক দিবস পালিত হল না বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগে। শিক্ষক দিবসের দিনই মিছিল, নীরবতা পালন, ফ্লেক্সে স্বাক্ষর, রবীন্দ্রগান ও কালো ব্যাচ বুকে সেঁটে মানববন্ধন করে প্রতিবাদ জানাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মী, গবেষকসহ হাজারখানেক ছাত্রছাত্রী। সমবেত কণ্ঠে ‘সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান’ গানটি প্রাসঙ্গিক হয়ে ওঠে আজকের জমায়েতে। শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক প্রবীর প্রামাণিক জানালেন, “কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষক দিবস পালিত না হওয়া একটি নজিরবিহীন ঘটনা। হাতে হাত রেখে মানববন্ধন করে সবাই জানান দিল উই ওয়ান্ট জাস্টিস। আজকের দিনটা আমরা নির্যাতিতা কে উৎসর্গ করলাম।”
মানববন্ধনে হাতে হাত রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেবলীনা দেবনাথ জানালেন, “তিলোত্তমা যেন দধীচি। আত্মাহুতি দিয়ে আমাদের হাতে বর্ম দিয়ে গেল। সে শিখিয়ে দিয়ে গেল, মেরুদণ্ডটা কীভাবে সোজা রাখতে হয়। সুবিচার যতদিন না পাওয়া যাচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলছে চলবে।” ছাত্রছাত্রী ও গবেষকদের মধ্যে থেকে মাঝে মাঝেই আওয়াজ ওঠে ‘কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক স্বর/ জাস্টিস ফর আরজিকর।