Spread the love

সায়ন দেবনাথ : বর্ধমান, ২ এপ্রিল, ২০২৪। বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর আয়োজনে “অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্প” এবং “রেফারি সেমিনার অন ডব্লুউ.কে.এফ. রুলস” বর্ধমানে সঙ্গম ম্যারেজ হলে গত ৩১শে মার্চ অনুষ্ঠিত হল।

পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড়, কোচ ও বিচারকদের উন্নতির উদ্দ্যেশ্যে আয়োজিত ট্রেনিং ক্যাম্প ও রেফারি সেমিনার এ যথাক্রমে ১১০ জন ও ৩৫ জন অংশগ্রহণ করে। উল্লেখযোগ্যভাবে, মেয়েদের উপস্থিতি ছেলেদের তুলনায় ছিল অর্ধেকের থেকে একটু বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হানসি প্রেমজিত সেন, যিনি ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন ও এশিয়ান ক্যারাটে ফেডারেশন এর “এ” গ্রেড রেফারি ও বিচারক। ২০২৩ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পিন সম্মান অর্জন করেন। প্রেমজিৎ জাপান এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন থেকে ৮ম ডান ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। এছাড়াও, প্রেমজিৎ গ্লোবাল সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং চিফ টেকনিকাল ডাইরেক্টর। বর্তমানে প্রেমজিৎ ক্যারাটে ইণ্ডিয়া অরগানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি এবং ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি। প্রেমজিৎ এর কোচিং এ বাংলার ক্যারাটেকারা ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের ইয়ুথ লিগে ২টি পদক জয় করেছে, এছাড়া অসংখ্য জাতীয়, সাউথ এশিয়ান, এশিয়ান ও কমনওয়েলথ ক্যারাটে প্রতিযোগীতায় পদক এনেছে। নিজে খেলোয়াড় হিসেবে বিদেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন মার্শাল আর্টস প্রতিযোগীতা থেকে দেশের জন্য পদকলাভও করেছেন।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ধমান সহযোদ্ধার জেনারেল সেক্রেটারি শ্রীমতী প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়।

হানসি প্রেমজিৎ সেন বলেন, “বিশ্বে প্রতিনিয়ত ক্যারাটে ট্রেনিং পদ্ধতির এবং প্রতি বছরই ক্যারাটে খেলার নিয়মের পরিবর্তন হচ্ছে। তাই, নিজেকে আপডেট করে রাখতে, এই ধরনের ট্রেনিং ক্যাম্প ও রেফারি সেমিনার এ যোগদান করা অতিআবশ্যক।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “জেলায় প্রচুর প্রতিভা আছে, কিন্তু সঠিক সংস্থা বেছে না নেওয়ার জন্য তারা বহু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”

বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, “বাংলা তথা ভারতের গর্ব হানসি প্রেমজিৎ সেন, যিনি হলেন বিশ্বখ্যাত রেফারি, কোচ ও খেলোয়াড়। ওনার মতন মহান ক্যারাটে প্রশিক্ষককে পূর্ব বর্ধমানে নিয়ে আসতে পেরে আমরা খুবই খুশি এবং গর্বিত। আমরা আশাবাদী হানসির প্রশিক্ষণে শিক্ষাপ্রাপ্ত হয়ে জেলার ক্যারাটে খেলোয়াড়েরা আগামীদিনে আরো ভালো ফল করবে।” এছাড়া, অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি পূর্ব বর্ধমানে এই সর্বপ্রথম রেফারি সেমিনার অনুষ্ঠিত হল বলে জানান দেবাশীষবাবু।

ক্যাম্প ও সেমিনার শেষে সকল ক্যারাটে শিক্ষার্থী ও বিচারকদের সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের উন্নতির জন্য এই ধরনের কর্মসূচী আগামীদিনেও গ্রহণ করা হবে বলে জেলা ক্যারাটে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।