গোপাল দেবনাথ : কলকাতা, ২৩ নভেম্বর, ২০২৩। এই বছর ১১তম বর্ষে পদার্পন করলো বেলেঘাটা বকুলতলা একতা সঙ্ঘের জগদ্ধাত্রী পূজো।
খুবই অল্প সময়ে বেলেঘাটা অঞ্চলে সমাজসেবায় নজির সৃষ্টি করেছে এই বকুলতলা একতা সঙ্ঘ।
শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একতা সঙ্ঘের প্রাণপুরুষ বীরেন দত্ত উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের একতা সঙ্ঘের মূল উদ্দেশ্য সমাজসেবা করা এবং সাধারণ মানুষদের আমাদের সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত করে মানুষের মুখে হাসি ফোঁটানো।
সারাবছর ধরেই আমরা মানবসেবায় নিয়োজিত থাকি। এই দিনই চ্যানেল টেন এর পক্ষ থেকে সেরার সেরা পুরস্কার লাভ করলো বকুলতলা একতা সঙ্ঘ। বীরেন বাবু বলেন সারাবছর ধরে এত ধরণের কাজ আমাদের কৃতিত্বে হয়নি। আমাদের কাজের পিছনে যে দুজন মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তারা হলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এবং আমাদের ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ দাস।
বীরেন বাবু আরো বলেন আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত ভাবে কাজ করে চলেছে সুজিৎ ভট্টাচার্য, সুধীর অধিকারী, তীর্থ চ্যাটার্জী এবং বিশ্বজিৎ সরকার। সদস্যরা বলেন বুধবার আমরা অন্নকূট অনুষ্ঠান পালন করলাম এলাকাবাসীদের সাথে নিয়ে।
আমাদের একতা সঙ্ঘের সদস্যরা ২০০০ এর বেশি এলাকাবাসীর কাছে প্রসাদ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এক সদস্য বলেন আমাদের সেবা মূলক কাজ আগামীদিনেও চালু থাকবে।