শিখা দেব : ২৬ মে, ২০২৪। কলকাতা নাইট রাইডার্স আবার খেতাব জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। চেন্নাইতে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনালে কলকাতা জিতল আট উইকেটে। হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে ইনিংস শেষ করে।প্যাট কামিন্স ব্রিগেড কলকাতার বোলারদের কাছে ধরাশায়ী হয়ে যায়।
তার জবাবে কলকাতা মাঠে নেমে খুব সহজে জয় তুলে নেয় দুই উইকেট হারিয়ে। ভেঙ্কটেশ আইয়ার ছাব্বিশ বলে ৫২ রান করে নটআউট থাকেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে জয়ের রানটা আসে। খেলা শেষ হওয়ার বহু পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। কলকাতা টিমের মালিক শাহরুখ খান সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ক্রিকেটের প্রতিটি পর্যায়ে পুরস্কার দিয়ে সম্মানিত হয় খেলোয়াড়দের। কলকাতা ১০ বছর পর পুনরায় জয়ী হলো আই পি এল এ।