নিজস্ব প্রতিনিধি : মন্মথপুর, ১৬ আগস্ট, ২০২৪। ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও স্কুল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সঙ্ঘের পুরী শাখার স্বামী শ্রেয়সানন্দজী মহারাজ ও স্বামী অন্বেষানন্দজী মহারাজ । ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকায় রাস্তার দুইধারে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সহযোগীতায় ৭৮ টি চারা গাছ লাগানো হয়। এলাকার বিশিষ্ট মানুষদের পাশাপাশি ১৫ জন মাধ্যমিক ও ১৫ জন উচ্চ-মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের “স্বামী প্রণবানন্দ মেরিট এ্যাওয়ার্ড” প্রদান করা হয়। এছাড়া ১৫জন প্রবীন ব্যক্তিকে তাদের বহুমুখী কৃতকর্মের জন্য “স্বামী প্রণবানন্দ সেবা সম্মান” প্রদান করা হয়। ১৫ জনকে “স্বামী প্রণবানন্দ প্রতিভা বিকাশ সম্মান” প্রদান করা হয়। অনুষ্টানে উপস্থিত প্রতিটি ছাত্র-ছাত্রীকে একটি করে সুপারি গাছের চারা দেওয়া হয় এবং প্রতিটি সম্মানিত ব্যক্তিকে দুটি করে ফলের চারা গাছ দেওয়া হয়।
Related Posts
Spread the loveরনজিৎ দাস : কলকাতা, ৬ অক্টোবর, ২০২৪। মিজোরামের চানমারি এফসিকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি আইলিগ-৩য় চ্যাম্পিয়ান হলো।রাঘব গুপ্তার করা গোলে তারা জয় পেল।ইতিমধ্যেই তারা প্লে-অফের গ্রুপস্টেজের উইনার্স হয়ে…
Read moreSpread the loveGRS News india : kolkata, 4th. October 2024. गौड़ीय मिशन ने महात्मा गांधी की जयंती के उपलक्ष्य में ‘स्वच्छता ही सेवा’ अभियान मनाया। राष्ट्रव्यापी ‘स्वच्छ भारत दिवस’ पहल…
Read more