
নিজস্ব প্রতিনিধি : ১ মার্চ ২০২৫। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম তিনটি মাসিক প্রকল্প একসাথে অনুষ্ঠিত হলো । তিনটি প্রকল্প যথাক্রমে- ১)” প্রসাদ” যার মাধ্যমে ১৫৬ জন শিশুর হাতে পুষ্টিকর খাদ্য প্রদান । ২)” আহার” যার মাধ্যমে ৫৬ জন দুঃস্থদের নিত্য প্রয়জনীয় খাদ্য ও ব্যবহারিক সামগ্রী প্রদান।৩)” পরিধান ” প্রকল্প যার মাধ্যমে দুঃস্থদের পরিধেয় বস্ত্র ।সেবা রূপে প্রদান করা হলো । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সরস্বতী নদী ও বুরিখাল বাঁচাও কমিটির সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ । বিশিষ্ট সমাজ সেবিকা ও ঐক্যের কোষাধক্ষ্যা শ্রীমতী সারদা চ্যাটার্জী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক চৌধুরী , শ্রী হারাধন চক্রবর্তী , রিতা কুমার ,সমীর সরকার , ইরা চক্রবর্তী, ও ট্রাস্টের সম্পাদিকা সন্ধ্যা অধিকারী । কার্যকারী সভাপতি শ্রী দীপঙ্কর কুমার । কোষাধ্যক্ষ ও কো মেন্টর লাল্টু খান ( আসফাক আলি খান) এবং ট্রাস্টের সকল সদস্য ও সদস্যারা।