Spread the love

শিখা দেব : কলকাতা, ১৮ জুলাই, ২০২৪। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দুই প্রধান থেকে সম্মানিত হচ্ছেন। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হচ্ছে। আর ১ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে সৌরভকে দেওয়া হচ্ছে ভারত গৌরব সম্মান।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, সৌরভ গাঙ্গুলি মোহনবাগান ক্লাবে টানা নয় বছর খেলেছেন।খেলেছেন ভারতীয় ক্রিকেট দলে। তাঁকে সম্মানিত করতে পেরে আমরাও গর্বিত হচ্ছি। তিনি আরও জানান,এইবারে ক্লাবের পক্ষ থেকে এই প্রথম রেফারিকে সম্মানিত করা হবে। পাচ্ছেন দিলীপ সেন। সংগঠক হিসেবে সম্মানিত হবেন সাদার্ন সমিতির সচিব ও আই এফ এ – র সহ সভাপতি সৌরভ পাল।উদীয়মান ফুটবলার হিসাবে সম্মান পাবেন সুহেল ভাট। এছাড়াও আরও কিছু পুরস্কার খেলোয়াড়রা পাচ্ছেন।
এদিকে মোহনবাগান তিন ম্যাচ শেষে জয়ের মুখ দেখলো। এদিন নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান ১-০ গোলে পিয়ারলেস দলকে হারিয়ে এবারের কলকাতা ফুটবল লিগে প্রথম জয়ের মুখ দেখলো সবুজ মেরুন সমর্থকরা। জয়সূচক গোলটি করেন থুমসান টাংসিন। এই জয়ে মোহনবাগান শিবিরে কিছুটা আত্মবিশ্বাস ফিরে আসবে বলে বিশ্বাস।