Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ মে, ২০২৪। ওড়িশি নৃত্য হোক বা কত্থক এবং শাস্ত্রীয় সঙ্গীত আমাদের ঐতিহ্য
কলকাতার বিখ্যাত নৃত্য ও সঙ্গীত প্রতিষ্ঠান সিম্বিওসিস ড্যান্স অ্যান্ড মিউজিক ইনস্টিটিউট মৌলালি যুব কেন্দ্রে সংস্থার ১৫তম বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করে কত্থক নৃত্য বিশেষজ্ঞ অনুরেখা ঘোষ বলেন, ওড়িশি নৃত্য হোক বা কত্থক ও শাস্ত্রীয় সঙ্গীত, এটা আমাদের ঐতিহ্য। গান ও নৃত্যে মা ও মেয়ের মেলবন্ধন সত্যিই অসাধারণ। সরিতা স্বয়সিদ্ধের শাস্ত্রীয় নৃত্য অসাধারণ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অফ আর্টস, নৃত্য সহকারী অধ্যাপক সৌগত দাস সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সিম্বিওসিস ড্যান্স অ্যান্ড মিউজিক ইনস্টিটিউট প্রচেষ্টার প্রশংসা করেন।
কত্থক নৃত্য বিশেষজ্ঞ কুশল ভট্টাচার্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে বলেন, আজ ওড়িশি নৃত্যের আনন্দ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে, একইভাবে গুরমা সরিতার গানের ধরনও অনন্য। ওড়িশি নৃত্য ভারতীয় শিল্প সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করেছে।
সিম্বিওসিস ড্যান্স অ্যান্ড মিউজিক ইনস্টিটিউটর সম্পাদক গুরমা সরিতা মহারানা বার্ষিক আবৃত্তির পাশাপাশি আসন্ন প্রকল্পগুলি সম্পর্কে কথা বলেছেন। প্রাথমিক সঙ্গীত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পুরস্কার বিজয়ী শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থীদের সাথে একসাথে পরিবেশন করে।
সঙ্গীত, রাগমালা, ওড়িশি নৃত্য, ষোল সৃতি স্বয়সিদ্ধ পরিবেশনায় শ্রোতারা মন্ত্রমুগ্ধ হন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শেষে অতিথিদের হাতে সনদপত্র তুলে দেন প্রতিষ্ঠানের সহ-সম্পাদক শ্রীতি স্বয়ম সিদ্ধা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শক শ্রোতারা সকলেই খুশি।