Spread the love

নিজস্ব প্রতিনিধি:কলকাতা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫।  যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্মানের ডার্বিতে জয়ের হাসি হাসল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে মহমেডান স্পোর্টি ক্লাবকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মহেশ নাওরেম, ক্রেসপো ও ডেভিড। সাদা কালো শিবিরের হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্কো। বলটা বাড়িয়ে ছিলেন রবি হাঁসদা। রবির খেলা নজর কাড়ল। সমর্থকদের মুখে হাসি ফুটলো।