Spread the love

তৃষা দেবনাথ : কলকাতা, ৯ মে ২০২৪। সবুজ গাছ-গাছালিতে ঘেরা কলকাতার গল্ফগ্রীন এলাকা। গল্ফগ্রীন সেন্ট্রাল পার্ক সংলগ্ন প্রাত:ভ্রমণকারীদের সংগঠন ‘সবুজ সকাল’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রভাতি কবি প্রণাম অনুষ্ঠান। সাত সকালে প্রাত:ভ্রমনকারীরা পরিবেশন করলেন রবীন্দ্র সঙ্গীত, কবিতা সহ নানা অনুষ্ঠান।
এই অনুষ্ঠান উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক শংকরলাল ভট্টাচার্যকে সম্বর্ধনা জানান সংস্থার আহ্বায়ক ও শিক্ষক শ্যামল রায়। বিচিত্রানুষ্ঠানে অংশ নেন মধুমিতা বসু, ইন্দ্রানী ভট্টাচার্য, অভিজিৎ ঘোষ, বিবেকানন্দ হাজরা এবং আরো অনেক শিল্পী। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন দাশগুপ্ত। তিনি বলেন, ‘সবুজ সকাল’ সংস্থার লক্ষ্য নবীন শিল্পীদের প্রতিভার বিকাশ ও প্রকাশ। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির ছবি আঁকেন এলাকার কচিকাঁচারা।