নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২ জানুয়ারি, ২০২৪। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সফল ফুটবলারদের চাকরি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নতে ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। ছিলেন কোচ সঞ্জয় সেন ও সাপোর্ট স্টাফরা। মুখ্যমন্ত্রী ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের গর্ব। অনেক দিন বাদে বাংলা জাতীয় ট্রফি পেলো। খুব ভাল বার্তা। আমি চাই আগামীদিনে আরও বড় জায়গায় তোমরা যাবে। তোমাদের চাকরি এমন জায়গায় দেওয়া হবে, যাতে খেলা চালিয়ে যেতে পারো। এদিন পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।
*বছরের শুরুতেই মোহনবাগান সুপার জায়ান্টস ৩-০ গোলে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে।*