Spread the love

নিজস্ব প্রতিনিধি : হায়দ্রাবাদ, ২৯ ডিসেম্বর ২০২৪। গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে ৪-২গোলে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেল। খেলার প্রথমার্ধেই বাংলা তিন শূন্য গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে বাংলার পক্ষে মনোতোষ মাজি, রবি হাঁসদা দও নরহরি শ্রেষ্ঠা গোল করেন। বিরতির পর সার্ভিসেস খেলায় ফেরার চেষ্টা করে। এবং ৫৩ মিনিটে বিকাশ থাপার গোলে তারা ব্যবধান কমায়। এরপর নরহরি শ্রেষ্ঠা চোট পেয়ে মাঠের বাইরে গেলে বাংলার খেলায় কিছুটা ঢিলেমি দেখা যায়। এর সুযোগে সার্ভিসেস দল বাংলার রক্ষণভাগে একের পর এক আক্রমণ তুলে আনে।এমনই এক আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে বাংলার স্টপার জুয়েল আহমেদ নিজেদের গোলে বল জড়িয়ে দেন। ম্যাচের ফলাফল ৩-২ হওয়ার পর,খেলা আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট হয়ে ওঠে। শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের শেষ মিনিটে রবি হাঁসদা বাংলার পক্ষে আরেকটি গোল করে এবং স্কোর ৪-২ হয়। এরপরে আর সার্ভিসেসের পক্ষে খেলায় ফিরে আসার কোন সময় হাতে ছিলনা।