
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ জানুয়ারি ২০২৫। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৪ তম জন্মোৎসব এবং ১০৪ তম সিদ্ধোৎসব ও ৫৮ তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮ooo জন নারায়নের মধ্যে খাদ্য সহ পাঁচ হাজার বস্ত্র ও ৩০০০ কম্বল বিতরন করা হয আদ্যাপীঠ মন্দিরে। গত ১৪ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ধর্মীয় অনুষ্ঠান এবং আগামী ১৯শে জানুয়ারি রবিবার পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এ ছাড়া উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তপন মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই বলেন প্রত্যেক বছরই ৮০০০জন নর রুপি নারায়ণের মধ্যে খাদ্যসহ অন্যান্য সামগ্রী আমরা বিতরণ করি এবং সর্বধর্ম সমন্বয়ে বার্তা নিয়ে আমাদের এই সম্প্রীতির মিলন দেখা যায় এখানে।আগামী দিনে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো বড় করে এই অনুষ্ঠান কতরতে পারব। প্রতিদিনই ধর্মের সাথে মানবসেবার বিভিন্ন কর্মকান্ডের মধ্যে আদ্যাপীঠ মন্দির এগিয়ে চলেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দর ভাবধারাকে সারা ভারতে ছড়িয়ে দিলে তবেই হবে বিশ্বের মঙ্গল। শনিবার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে একথা বলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি বহ্মচারী মুরাল ভাইয়ের আহ্বানে তিনি ফুটপাতবাসী, বন্ধ কলকারখানার শ্রমিক পরিবারের হাতে শীতবস্ত্র এবং শাড়ি বিতরন করেন। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জী, অধ্যাপক বৈশাখীবন্দোপাধ্যায় ও বিধায়ক নির্মল মাঝি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, আদ্যাপীঠে প্রচুর দুঃস্থ ছেলে, মেয়ে পড়াশোনা করে। শুধু দুঃস্থ নয় এরা পিতৃ মাতৃ হারা। শুধু আদ্যাপীঠ বলেই নয় ঠাকুর রামকৃষ্ন দেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দর নামাঙ্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে এরাই ভারতের ভবিষ্যৎ। তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার, প্রফেসর ভালো পলিটিশিয়ান তৈরি করতে পারলে তবেই অনেক মঙ্গল হবে। “আগামীদিনে জাত পাত, ধর্মীয় বিভাজন ইত্যাদির উর্ধে উঠে মানবিকতার রাজনীতি করতে হবে। আজ পৃথিবীর নানা দিকে সন্ত্রাসবাদ এবং হানাহানি সমস্ত সন্ত্রাসবাদ বিপক্ষে স্বামী বিবেকানন্দর আদর্শে ছাত্র এবং ছাত্রীদের মেরুদন্ড শক্ত করে রাজনীতি করতে হবে। আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি বহ্মচারী মুরাল ভাই জানিয়েছেন, বৃদ্ধ, বৃদ্ধা,অনাথ শিশু মিলে ২০০০ এর ওপর আবাসিক আছে। তিনি বলেন, আর্থিক প্রতিকুলতা স্বত্বেও তাঁরা বহিরাগত দুঃস্থ মানুষেদের সেবা করছেন। এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সুকুমার রায়, কামারহাটি পৌরসভার পৌরপিতা গোপাল সাহা, কাউন্সিলর মিঠু বোস, পৌরপিতা নবীন ঘোষাল এসডিও ব্যারাকপুর সৌরভ বারিক সহ বিশিষ্টজন।
ছবি সুবল সাহা