নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০২৪। শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক চির অমলিন। জীবনের প্রারম্ভিক পর্বে যে শিক্ষক, শিক্ষার্থীদের পথ চলার প্রথম শিক্ষা দেন, শিক্ষার্থীরা তার স্মৃতি মনে রাখে চিরদিন। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এই অটুট বন্ধনকে সম্মান জানিয়েই প্রতিবছর ৫ই সেপ্টেম্বর ভারতের প্রতি প্রান্তে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস। শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রতিবছরের মতোই ছাত্র-ছাত্রীদের নাচ গানের আসরের সাথে সাথে নোপানি হাইয়ের এই বছরের নতুন চমক ছিল ‘বাল সাহিত্য একাডেমী পুরস্কার’ সম্মানে ভূষিত, বিশিষ্ট লেখিকা ‘দীপান্বিতা রায়’-এর সাথে ছাত্র-ছাত্রীদের গল্পের আসর। লেখার বিশেষত্বে দীপান্বিতা রায়ের সাহিত্য সৃষ্টি বেশ সমৃদ্ধ। রহস্য গল্প থেকে শুরু করে তার লেখা রূপকথার গল্পগুলিও ছাত্র-ছাত্রীদের ভাবনা জগতে নানা প্রশ্নের উদ্রেক করে। তারই উত্তরের সন্ধানে লেখিকার সঙ্গে একটি কথোপকথনের আয়োজন বসে ছিল। খুবই ধৈর্যের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন লেখিকা। এছাড়াও বিদ্যালয়ের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাত থেকে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাকে স্মারক তুলে দেওয়ার ঘটনাটি ছিল আরেক চমৎকার। ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষক-শিক্ষিকাদের এই মূল্যায়ণ সকলের কাছেই নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে এই বছরের শিক্ষক দিবসের উদযাপন নোপানি হাইয়ের কাছে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।
Related Posts
Spread the loveStaff Reporter : Kolkata, 7th October, 2024:* As Durga Pujo, the most cherished festival of India, approaches, Too Yumm! is proud to launch its latest campaign, Too Yumm!…
Read moreSpread the loveStaff Reporter : Kolkata, 5th October 2024: The Durga Puja celebrations at Motilal Nehru Road, organized by the 80-year-old Maitri Sangha Durgotsav Club, paid a breathtaking tribute to…
Read more