Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ জানুয়ারী, ২০২৪। “শনি গ্রহ নতুন ইংরেজি বর্ষ ২০২৪ -এর অধিপতি হওয়ার কারণে পরিশ্রম করলে যে কোনো রাশির জাতক জাতিকাই লাভবান হবেন, তাঁদের সফলতা মিলবে বলে আশা করা যায় এই কথা জানিয়েছেন ‘বঙ্গ গৌরব সম্মান ২০২১’ এবং ‘ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার ২০২২’ এ সম্মানে ভূষিত বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু।

বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু আরও জানিয়েছেন, “পরিশ্রম ছাড়া কোনো মানুষের ভাগ্য ফেরে না। তাই ভাগ্যকে নিজের অনুকূলে আনতে গেলে পরিশ্রমের ভূমিকা অনস্বীকার্য। তবে অনেক সময় হাজার পরিশ্রম করলেও অনেকেই ভাগ্য ফেরাতে অসফল হন, কিন্তু এই বছরে রাশি চক্রে অধিপতি শনি হওয়ার কারণে যে কোনো রাশির জাতক জাতিকাই স্বল্প পরিশ্রমে অনায়াসে জীবনে সফল হতে পারবেন বলেই আমি বিশ্বাস করি।”