নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৮ জুলাই, ২০২৪। খেলা শুরু হয়ে গেল রেফারিদের কলকাতা ফুটবল লিগে। একটা দলকে জিতিয়ে দিতে হবে যেন কোনও ভাবে। তা সোমবার দেখতে পাওয়া গেলো বিধাননগর পুরসভার মাঠে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আর এরিয়ান ক্লাবের খেলায়। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুই দল। তবে এদিন অনেক বেশি পজিটিভ ফুটবল খেলেছে এরিয়ান। দারুন খেললেন গোলরক্ষক দেবজিত । খেলার শেষ মুহূর্তে রাহুল পাসোয়ানের পায়ে বল ছিল না। হঠাৎ তিনি এরিয়ানের গোলরক্ষকের সামনে গিয়ে পড়ে যান। রেফারি প্রতীক মন্ডল কোনও কিছু না ভেবে পেনাল্টির নির্দেশ দেন। সত্যি কী বিচিত্র এই রেফারি প্রতীক। নিজে লজ্জা পেলেন না। রেফারির এই সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে থাকেন এরিয়ানের ফুটবলাররা। মাঠের সাইড লাইনের ধারে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন গোলরক্ষক কোচ বিশ্বজিৎ বিশ্বাস। রেফারি প্রতীক বিশ্বজিৎকে
লাল কার্ড দেখান। সবাই অবাক হয়ে যান রেফারির কাণ্ড দেখে। সবাই হায় হায় করতে থাকেন। পেনাল্টি থেকে রাহুল পাসোয়ান গোল করে ডায়মন্ড হারবারকে তিন পয়েন্ট এনে দেন। লজ্জাও হয় না রেফারির। এইতো কয়েকদিন আগে জাপান থেকে আসা রেফারি কর্মশালা করে গেলেন কলকাতার রেফারিদের নিয়ে। এই কী রেফারিদের উন্নত খেলা পরিচালনা করতে আই এফ এ উদ্যোগ নিয়েছে। হায় রে কলকাতার রেফারি। প্রতীক মন্ডল বাড়ি গিয়ে ভাববেন ডায়মন্ড হারবারকে জেতানোর জন্যে কেন এই পথ বেছে নিলেন।
Related Posts
Spread the loveবিশেষ প্রতিনিধি : প্রয়াগরাজ, ১৯ জানুয়ারি, ২০২৫। কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের সহযোগিতা করতে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে কয়েক মাস আগে থেকেই নানা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের থাকার জন্য উপযুক্ত…
Read moreSpread the loveGRS News India : Kolkata, 19th. January 2025.A variety of jewellery in under one roof.The 11th Style Addict Anniversary organized by jewellery Designer & fashion blogger Uzma Firoz…
Read more