
বিশেষ প্রতিনিধি : মধ্যমগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৫।
পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং উত্তর ২৪ জেলার প্রথম শিক্ষাকেন্দ্র রূপে দোলতলায় ‘জাভেদ হাবিব স্যালোন অ্যাণ্ড অ্যাকাডেমী’ চালু করল ভারতখ্যাত সৌন্দর্য বিশেষজ্ঞ তথা নরসুন্দর জাভেদ হাবিব।
স্যালোন ও অ্যাকাডেমীর দ্বারোদ্ঘাটনের পর শিক্ষার্থীদের সামনে চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত চর্চা করতে গিয়ে জাভেদ হাবিব জানিয়েছেন,”পশ্চিমবঙ্গের আবহাওয়া অত্যধিক আদ্র হওয়ার জন্য এখানকার নরনারীর চুল বেশিরভাগ সময় ভিজে থাকে। আর ঠিক এই কারণেই এখানকার মানুষদের চুলের স্বাস্থ্য দেশের অন্যান্য রাজ্যের মানুষদের থেকে অনেক খারাপ।”
জাভেদ হাবিব সতর্কবার্তা জারি করে জানিয়েছেন, “ভুল করেও একশো শতাংশ শুকনো বা রুক্ষ্ম চুলে সাবান, শ্যাম্পু তেল বা কণ্ডিশনার প্রযোগ করবেন না।”
শিক্ষাকেন্দ্রের কর্ণধার চন্দ্রা দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “স্যালোন তথা শিক্ষাকেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে জাভেদ হাবিব সশরীরে শিক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে দেড় শতাধিক শিক্ষার্থীদের সামনে চুল কাটার তাৎপর্য্য ও আধুনিক কৌশল, চুলে রসায়নিক পদার্থ প্রয়োগের শৈলী ও পেশাদারিত্ব, চুল রাঙানোর সমসাময়িক পদ্ধতি ও প্রক্রিয়া, চুলে ক্যারাটিন প্রয়োগের পদ্ধতি সম্পর্কে শিক্ষাদান করেছেন।”
শিক্ষাকেন্দ্রের প্রবন্ধক দোলন সেনগুপ্ত ১৮ বর্ষের উপরে ভারতের যেকোনো ব্যক্তি আমাদের শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন।”
সাধ্যের মধ্যে চুল পরিচর্যা মুখমণ্ডল সহ স্পা ইত্যাদি শিক্ষা গ্রহণের এক মাস থেকে ছয় মাসের কোর্সের ভর্তি গ্রহণের পর্ব শুরু হল বারাসাত দোলতলার এই প্রতিষ্ঠানে।জাভেদ হাবিব ছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল সোনিয়া নিলাপ সহ বিশিষ্টজনেরা।