তৃষা দেবনাথ ; কলকাতা, ৮ নভেম্বর, ২০২৩। বাংলা সিনেমা জগত ও মডেলিং জগতের খুব পরিচিত নাম আলীশা মন্ডল। মডেলিং করে ইতিমধ্যে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী মডেল।
মডেলিং এর দুনিয়ায় বেশ কিছু নামকরা ব্র্যান্ডের শ্যুটে দেখা গিয়েছে তাকে। আরো কিছু নামকরা ব্র্যান্ডের শ্যুটে দেখা যাবে বলে জানালেন আলীশা।
তবে অভিনেত্রী, মডেল আলীশা মন্ডল জানান “ভালো প্রজেক্টে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি। যেখানে নিজের ভালো অভিনয় উপহার দিতে পারবো আমার দর্শকদের। কারন ভালো চরিত্র পাওয়া প্রতিটি অভিনেত্রীর কাছে সবচেয়ে বড়ো পাওনা।”