
শিখা দেব : কলকাতা, ২৪ জানুয়ারি, ২০২৫। হারের হ্যাটট্রিকের পরে অবশেষে ইস্টবেঙ্গল জয়ের হাসি হাসল ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে। বদলা ম্যাচে মধুর প্রতিশোধ নিল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন পি ভি বিষ্ণু ও হিজাজি মাহের। কেরলের হয়ে ব্যবধান কমান ফারুক। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের সমর্থকদের মুখে সামান্য হলেও হাসি ফুটলো।