তৃষা দেবনাথ : কলকাতা, ১৬ নভেম্বর ২০২৩। পার্ক সার্কাস অঞ্চলে বেকবাগানের করায়া রোড এর উপরের আয়োজন হয় এক শ্যামা কালী পুজোর , এবার পঞ্চাশে পা দিলো “অগ্নিশিখা”
এবছরের পূজা মন্ডপ গড়ে উঠেছিল সুকুমার রায় এর আঁকা আবোল তাবোল এর ছবি সাজিয়ে নাম দেওযা হয়েছিল “মায়ের থানে আবোল তাবোল। বলছে লোকে আমরা পাগল” মণ্ডপ এর বিষয় ভাবনা এবং রুপায়নে প্রীতম মুখোপাধ্যায় ।
প্রতিমা সাবেকি ধাঁচের ডাকের সাজ রূপদান করেছিলেন গাঙ্গুলি বাগান এর শিল্পী প্রাণকৃষ্ণ পাল অ্যান্ড সন্স। পুজোর তিন দিন ভিন্ন সাজে ও রূপে দেখা গেছে মাতৃ প্রতিমাকে।
পুজোর সভপাতি কৌস্তভ বন্দোপাধ্যায় জানালেন সময়ের সাথে তালমিলিয়ে থিম কে সাথে করে এগিয়ে গেলেও প্রতিমা চিরন্তন সনাতনী ধরে রাখা হবে আগামী বছর গুলিতেও। পুজোর সাধারণ সম্পাদক প্রমোদ মীদ্য বললেন এবারের যে মণ্ডপ হয়েছিল সেটা আবোল তাবোল এর শতবর্ষ উপলক্ষে মহান স্রষ্টা সুকুমার রায় কে অগ্নিশিখার শ্রদ্ধার্ঘ্য।
অগ্নিশিখার পক্ষ থেকে একটা মণ্ডপ এর রেপ্লিকা তুলে দেওয়া হবে বিশিষ্ট পরিচালক শ্রী সন্দীপ রায় এর হাতে।