Spread the love

মতিলাল পটুয়া : কলকাতা, ৮, মার্চ ২০২৫।

আমি ভূমিষ্ট হয়েই প্রথম দেখেছিলাম
তোমার সেই হাসি ভরা কোমল সুমিষ্ট মুখ
আমি প্রথম পুত্র সন্তান বলে কিনা জানি না,
কারন তিন কন্যার জন্মে সহেছ বহু লাঞ্ছনা।

কন্যা সন্তান দায়ে আজও নারী লাঞ্ছিত
প্রতি বছর বহু ধুমে এই দিনটি পালিত হয়
কত ধূম কত ঘটা কত রঙ কত আলোয়,
তবু কত স্বপ্ন কত বাসনা লুটায় ধূলোয়।

তুমি কখনো মা কখনো কন্যা কখনো বধূ
কখনো দেবী রুপিনী কখনো বীর বীরাঙ্গনা
এ ধরা ধামের মানুষ পূজা করে তোমাকে,
আজও নারী রূপে ধর্ষিত হও দিকে দিকে।

সব নারী পুরুষ আজ প্রতিজ্ঞা বদ্ধ হও
আমরা রক্ষা করব নারী জাতির সম্মান
সার্থক করব এই নারী দিবস নারী সংহতি,
দিকে দিকে এগিয়ে যাবে নারীর অগ্রগতি।