সায়ন দেবনাথ : কলকাতা, ১২ ডিসেম্বর, ২০২৪। ১০ তম দ্য লিজেন্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড অনুষ্ঠান শহর কলকাতার রোটারি সদনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। সম্মানিত হলেন বিশিষ্ট অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সংগীতশিল্পী এবং পরিচালক অরিন্দম গাঙ্গুলী, অভিনেত্রী খেয়ালী দোস্তিদার, অভিনেতা কৌশিক ব্যানার্জি, অভিনেতা ও পরিচালক কুশল চক্রবর্তী, অভিনেত্রী দোলন রায়, অভিনেতা দেবরাজ মুখার্জি, রাজীব বোস ও অভিনেত্রী ও সমাজসেবী পাপিয়া অধিকারী। এছাড়াও রাজনৈতিক জগতের বেশ কিছু খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে ছিলেন অনুষ্ঠান মঞ্চে।নেতাদের মধ্যে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিধায়ক বুধরাই টুডু, ভারত সরকারের হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাফিজা খাতুন এবং কলকাতা পৌরসভার পৌরপিতা সজল ঘোষ। উপস্থিত ছিলেন বৈশাখী ব্যানার্জি, বৈশালী ডালমিয়া, রোহন মিত্র। সাংবাদিক সন্ময় বন্দোপাধ্যায় এবং বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ কে এদিনের অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজ্যের প্রায়ই সমস্ত জেলা থেকেই এ আই এইচ আর এর প্রতিনিধিরা এসেছিলেন। রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট সামাজিক কর্মী সহ নানান ধরনের এনজিওর মাধ্যমে সমাজসেবা পরিচালনা করেন এমন কিছু সংগঠন কে এই দিন সম্মানিত করা হয়। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাও উপকৃত ছাত্ররা উপস্থিত ছিলেন দর্শকাশনে এবং সেই ইনস্টিটিউটের প্রিন্সিপালকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যেমন অ্যাসিড আক্রান্ত বেশ কিছু মহিলা এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন বাৎসরিক অনুষ্ঠানে। মঞ্চে বুম্বা বাবুর সাথে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল সেলিম এবং রাজ্য সভাপতি শুভাশীষ গুহ। সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী উপস্থিত সাংবাদিকদের বলেন, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিবছরের মত এই বছর ও আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করলাম নির্ভীঘ্নে। এই বছর আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল। দশম বর্ষ আমাদের কাজ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যেখানে বিচার নেই সেখানে বিচারব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আর সমাজের সকলের অধিকার সুরক্ষিত করা। এদিনের অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল।
Related Posts
Spread the loveশিখা দেব : কলকাতা, ২৪ জানুয়ারি, ২০২৫। হারের হ্যাটট্রিকের পরে অবশেষে ইস্টবেঙ্গল জয়ের হাসি হাসল ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে। বদলা ম্যাচে মধুর প্রতিশোধ নিল লাল…
Read moreSpread the loveGRS News India : Kolkata – 24th. January, 2025 – Samsung today announced the launch of its latest Galaxy S25 Ultra, Galaxy S25+ and Galaxy S25 smartphones that…
Read more