Spread the love

অমর মিত্র : বিশিষ্ট সাহিত্যিক, শান্তিনিকেতন, ২৫ জুলাই, ২০২৪। ১২৭তম জন্মদিন হিমালয় সদৃশ লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। সুতিকা গৃহে প্রদীপ জ্বেলে সূচনা হল এই উৎসবের। এক অনন্য অভিজ্ঞতা। কত মানুষ। কত আগ্রহী শ্রোতা। ছিলেন সাদিক হোসেন, শুভময় মণ্ডল, অহনা বিশ্বাস। লেখকের পৌত্ররা। কলকাতা থেকে গিয়েছিলেন অমলশংকর বন্দ্যোপাধ্যায়। ছিল তারাশঙ্করের গান, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদমতলিতে….. সেই সুর নিয়ে ফিরলাম।