Spread the love

শিখা দেব : কলকাতা, ৩০ এপ্রিল, ২০২৪। আই পি এল ক্রিকেট চলাকালীন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভারতীয় দলের নাম ঘোষণা করলো বি সি সি আই। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। রোহিতের উপর ভরসা রাখলেন নির্বাচকরা। সহ অধিনায়ক হয়েছেন হারদিক পান্ডিয়া। সহ অধিনায়ক কে হবেন তা নিয়ে সংশয় ছিল। দলে আছেন বিরাট কোহলি। আই পি এল ক্রিকেটে বিরাটের ব্যাটে প্রচুর রান এসেছে। দলে আছেন যশস্বী জয়সওয়াল, সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা, চাহাল, জাদেজা, আরস দীপ, কুলদীপ যাদব, পন্থ,স্যামসন, সিরাজসহ কিছু তরুণ ক্রিকেটাররা।
আগামী ২ জুন থেকে আমেরিকা  ও ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খেলা শুরু হচ্ছে।

এদিকে মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নতুন কমিটি গঠন করা হল। সভাপতি পদে থেকে গেলেন সুভেন রাহা। নতুন সচিব হয়েছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ হলেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়।