বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১১ নভেম্বর, ২০২৩। *: কালীপুজো আর পান্নালাল ভট্টাচার্যর গান বাঙালির কাছে সমার্থক। কালীপুজো হচ্ছে অথচ মণ্ডপে এক বার অকালপ্রয়াত শিল্পীর গাওয়া ‘মায়ের পায়ের জবা হয়ে ’বা ‘আমার সাধ না মিটিল ’বাজবে না , এটা অকল্পনীয়। অকালে ঝরে যাওয়া কিংবদন্তি শিল্পী পান্নালাল ভট্টাচার্যর প্রতি শ্রদ্ধার্ঘ্য TV9 বাংলার।
TV9 বাংলার নিউজ সিরিজে আপনারা দেখতে পারেন পান্নালাল,। ১২ নভেম্বর, রবিবার রাত ১০টায়।