Spread the love

শিখা দেব : কলকাতা, ২১ এপ্রিল, ২০২৪। রুদ্ধশ্বাস লড়াই শেষে ইডেন জয় করে নিল কলকাতা নাইট রাইডার্স। শেষ মিনিট পর্যন্ত টানটান উত্তেজনা ঠাসা সারা গ্যালারি। সবাই অপেক্ষা করছেন তাহলে কী পারবে কলকাতা জয়ের হাসি হাসতে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়ে? শেষ ওভারে শেষ দুই বলে তিন রান করলেই বেঙ্গালুরু দল জিতবে । বল করছেন মিচেল স্টার্ক। চতুর্থ বলে করনকে আউট করেন স্টার্ক। নিজের বলে নিজেই ক্যাচ ধরে ম্যাচের রঙ বদলে দেন। শেষ দুই বলে তিন রান করলেই বেঙ্গালুরু ম্যাচ জিতে যাবে। ফার্গুসন ব্যাট করতে আসেন। পঞ্চম বলে ফার্গুসন এক রান নেওয়ার পর দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হতেই এক রানে ম্যাচ ছিনিয়ে নেয় কলকাতা দল।
প্রখর রোদে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স দল ২০ ওভারে ২২২রান করে। বেঙ্গালুরু ২২৩ রান করলেই নিজেদের দখলে খেলা চলে আসবে এই অবস্থায় ২০ওভারের এক বল বাকি থাকতেই ২২১ রান করে হার স্বীকার করে নেয় মাত্র ১ রানে । ম্যাচটা দারুন উত্তেজনায় শেষ হয়। এক কথায় বলা যায় কলকাতাকে জিতিয়ে দিলেন মিচেল স্টার্ক।
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রান করার ফাঁকে ফিল সল্ট ৪৮ ও শ্রেয়স আইয়ার ৫০ রান করেন।
রবিবারের ছুটির দিনে বেঙ্গালুরুর বিরাট কোহলির ব্যাট দেখবার জন্যে দর্শকরা মাঠে ভিড় করে ছিলেন। কিন্তু বিরাট ১৮ রান করে আউট হয়ে যান। দর্শকরা হতাশায় ভেঙে পড়েন। আউট নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিরাট। এগিয়ে এসে কোহলি আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করে দেন। বিমর্ষ হয়ে মাঠ ছেড়ে আসেন কোহলি। তারপরে ম্যাচের রাশ টেনে ধরার চেষ্টা করেন উইল জ্যাকস ও পাতিদার। জ্যাকস ৫৫ রান ও পাতিদার ৫২ রান করেন। কিন্তু শেষ রক্ষা হয় নি বেঙ্গালুরুর। বেঙ্গালুরুকে হারতে হলো মাত্র ১ রানে কলকাতার কাছে।
এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হলেন আন্দ্রে রাসেল। তাঁর ব্যাট থেকে এসেছে ২৭ রান আর বল হাতে তিন ওভারে ৩ উইকেট পেয়েছেন। তবে ছুটির দিনে ইডেনে দুরন্ত ম্যাচ সবাই উপভোগ করলেন রাতের আলোয়।