Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ অক্টোবর, ২০২৩। সম্প্রতি জ্ঞান মঞ্চে দর্পনি নিবেদন করলো সৃজনোৎসব ২০২৩। এই বছরের থিম ছিল উত্তরাধিকার। গুরু শিষ্য পরম্পরায় এই দিনের সন্ধ্যা দর্শকদের কাছে ছিল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এক মনগ্রাহী প্রাপ্তি যা বহুকাল দর্শকদের মনে থেকে যাবে। এই উদ্যোগের পাশে সহযোগী হিসেবে ছিল খুকুমণি সিঁদুর ও আলতা। এই দিনের অনুষ্ঠান মঞ্চে দর্পনির পক্ষ থেকে বাংলার প্রখ্যাত খুকুমণি সিঁদুর ও আলতা কোম্পানির কর্ণধার অরিত্র রায় চৌধুরী এবং রিয়া রায় চৌধুরীকে সংবর্ধনা জানান আয়োজক সংস্থার পক্ষে অর্নব বন্দ্যোপাধ্যায়।