Spread the love

আত্মকথায় :::—-

ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী, কলকাতা, ২৬ অক্টোবর, ২০২৩। ঘরের মেয়েই যদি তাঁর নিজের সংসারের সুখ-দুঃখের কথা ব’লতে চারটে মাত্র দিন পায়, তাহ’লে আমাদের দুঃখের কথাটা আর বলা হ’য়ে ওঠেনা।

এই বেদনাময় পরিস্থিতি চ’লে আসছে তো আসছেই। আমাদের বুকেও বেদনার প্রলেপ, জমা হচ্ছে তো হচ্ছেই। দৈনিক, যখন তোমার কাছে প্রার্থনা করি, তখন হাজারো লোকের কথা তুমি শুনতে পাওয়া কিনা জানিনা।
সেজন্য সবার হ’য়েই , “রূপ দেহি, ধনং দেহি, জয়ং দেহি, দ্বিষো জহি… মা আমার।” এই চাওয়ার সঙ্গে মাত্র একটা বেশি জিনিস চাইছি;-
“আমাদের চেতনা দাও।”