
নিজস্ব প্রতিনিধি : ১৪ জুলাই, ২০২৪। এদিকে কোপা আমেরিকা ফুটবলে বাজিমাত করল আর্জেন্টিনা। কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়াকে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন লাউতারা মার্টিনেজ। ৬৬ মিনিটে মেসি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। দর্শকদের অশান্তিতে খেলা শুরু হয় ৮০ মিনিট বাদে। এই নিয়ে আর্জেন্টিনা টানা দুবার কোপা আমেরিকা ফুটবলে শিরোপা পেলো।