Spread the love

শিখা দেব : ২১ জুন ২০২৪। মাঠে নেমে পড়লেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকা ফুটবল শুরু হয়ে গেল। শুক্রবার প্রথম ম্যাচেই বাজিমাত করল আর্জেন্টিনা।জয় পেল ২-০ গোলের ব্যবধানে কানাডার বিপক্ষে। সবাই আশা করেছিলেন মেসিদের দাপটে কানাডা ছারকার হয়ে যাবে। কিন্তু কানাডা সমান তালে লড়াই করতে থাকে। প্রথম পর্বে কোনও গোল হয় নি।
দ্বিতীয় পর্বে আর্জেন্টিনা গতি বাড়িয়ে আক্রমণ গড়ে তোলে। খেলার ৪৯ মিনিটে গোল করে আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন। সমতা ফিরিয়ে আনতে চেষ্টা করেও কানাডা সফল হয় নি। খেলার ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার জয়কে নিশ্চিত করেন।