
শিখা দেব : কলকাতা, ১৬ জুলাই, ২০২৪। ডার্বি ম্যাচে জয় পাওয়ার পরের ম্যাচে কাস্টমের কাছে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে লাল হলুদ ফুটবলাররা সাদা মাটা ম্যাচ খেলে পয়েন্ট হারাল। গত ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড়কে পরিবর্তন করেন কোচ বিনো জর্জ । পরে সায়ন ব্যানার্জীকে মাঠে নামিয়েও লাভ হয় নি। দেবজিত মজুমদারকে না খেলিয়ে আদিত্য পাত্রকে গোল রক্ষা করতে নামান। কাস্টমসের খেলোয়াড়রা মাঝে মধ্যে আক্রমণ গড়ে তুলে সেই ভাবে চাপ সৃষ্টি করতে পারে নি। খেলা শেষ হয় গোলশূন্য ভাবে।