Spread the love

বিশেষ প্রতিনিধি : নিউদিল্লী, ৩ জানুয়ারি, ২০২৫। ন্যাশনাল কারাতে ফেডারেশনের ও ফিজিক্যাল এডুকেশন অফ ইন্ডিয়ার যৌথ তত্বাবধানে গত ডিসেম্বর মাসের ১৭ ও ১৮ তারিখে দিল্লির তালকোটরা  স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কারাতের জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ। এই কারাতে প্রতিযোগিতায় অনেকে অংশগ্রহণ করে। ন্যাশনাল এই টুর্নামেন্টে ইন্ডিয়ান একাডেমি অফ সোতোকান কারাতে দিয়ে বহু ছাত্র ট্রেডিশনাল ও স্পোর্টস কারাতে অংশগ্রহণ করে। তার মধ্যে কলকাতা থেকে ২জন নির্বাচিত হয়ে সবাইকে গর্বিত করেছেন। রিক দাস ও সাগর বিশ্বাস দুজনেই তাদের কৃতিত্ব দেখিয়েছে এবং কাতা তে ব্রোঞ্জ পদক এবং কুমিতে তে সোনা জিতে আইএসএকে এবং কলকাতার মুখ উজ্জ্বল করেছে।
এদের প্রশিক্ষক সেনসেই প্রতাপ সরকার ও রবি দাস তাদের ছাত্রদের কৃতিত্বে উচ্ছ্বসিত।‌ এই সাফল্যের যাত্রা তে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছেন তারা হলেন (মনীষী চর্চা কেন্দ্র ও ডক্টর প্রদীপ হালদার এবং ফিনান্সিয়াল এডভাইসার রাজীব রায়)। এদের আর্থিক সহায়তা তাদের এই ভালো পারফরম্যান্স করতে সহযোগিতা করেছে।