বিশেষ প্রতিনিধি : কল্যাণী, ৪ এপ্রিল, ২০২৪। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কলকাতাস্থিত ইউ.এস. কনসাল জেনারেল মিস মেলিন্ডা পাভেক ৫০০-র অধিক ছাত্রছাত্রী, গবেষক ও অধ্যাপকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে জানালেন, “এই ইন্টারঅ্যাক্টিভ সেশন খুবই গুরুত্বপূর্ণ। এতে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। আমরা পাঁচটি স্টেপে সামারাইজ করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা দেখিয়েছি—কী করে ছাত্র ছাত্রীদের অ্যাপ্লাই করতে হবে, কোন জায়গায় বায়োডাটা স্ট্রং করতে হয়, SOP কী করে তৈরি করতে হয়, লেটার অফ রেকমেন্ডেশন কার থেকে নেওয়া যায়।” তিনি আরও জানালেন, “আমি একজন ফার্স্ট জেনারেশন লার্নার। সেখান থেকে আমি ইউ এস ডিপ্লোমেড হয়েছি। ফলে এখানকার ছাত্রছারীরাও নিশ্চই পারবে।
” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানালেন, “আজকের আলোচনার ফলে আমাদের ছাত্রছাত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়া বা গবেষণায় আরও উৎসাহী হবে বলেই আমার বিশ্বাস।”
এর আগে এই বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক ড. সুমিত মুখার্জি, ড. নীলাদ্রিরঞ্জন চ্যাটার্জি ও ড. অনির্বাণ মুখোপাধ্যায় ফুলব্রাইট ফেলোশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করে এসেছেন। মিসেস পাভেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের সঙ্গেও আলাদাভাবে আলোচনায় বসেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মউ কমিটির চেয়ারপার্সন অধ্যাপক স্বাতী দে জানালেন, “২০২৩-এর ৮ নভেম্বর গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত একটি আলোচনসভায় মিসেস পাভেক কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন।
এবার তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়া বা গবেষণা করার বিষয়টা সকলকে বুঝিয়ে দিলেন।” উপস্থিত ছাত্র ছাত্রীরা সকলেই খুশি এই ধরণের ভালো উদ্যোগ নেওয়ার জন্য।