Spread the love

শিখা দেব : কলকাতা, ১৩,জুন ২০২৪। আই এফ এ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়াম ডিভিশনের খেলা শুরু হবে আগামী ২৫ জুন থেকে। বৃহস্পতিবার ২৬টি দলের গ্রুপ বিন্যাস হয়ে গেলো। দুটি গ্রুপে ১৩ টি করে দল রাখা হয়েছে। একই গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। অর্থ্যাৎ গ্রুপের খেলায় ডার্বি হয়ে যাবে। কলকাতা ময়দানে প্রথম নামবে মহামেডান স্পোর্টিং। তাদের প্রথম ম্যাচ ওয়াড়ি। ইস্টবেঙ্গল প্রথম খেলবে টালিগঞ্জ অগ্রগামীর বিপক্ষে। মোহনবাগান প্রথম ম্যাচ বাই পাচ্ছে। তবে তারা দ্বিতীয় ম্যাচে অংশ নেবে ভবানীপুরের বিরুদ্ধে।
আই এফ এ সচিব অনির্বাণ দত্ত জানান, লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হয়েছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল গ্রুপে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন আছে। কালীঘাট মিলন সংঘ রয়েছে মহামেডান স্পোর্টিং গ্রুপে।
শুক্রবার থেকে চারদিনের কর্মশালা হবে রেফারিদের নিয়ে এয়ার লাইনস ক্লাবে। প্রশিক্ষণ দেবেন ফিফার রেফারি ইনস্ট্রাকটার
জাপানের ইসিয়ামা নোবরু। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সচিব অনির্বাণ দত্ত,সভাপতি অজিত ব্যানার্জি,সহ সভাপতি সৌরভ পাল, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার,সহ সচিব সুফল গিরি, রাখেশ ঝা ও নজরুল ইসলাম।