Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২ জানুয়ারি, ২০২৫। আলোকচিত্রী রাজেন বিশ্বাস কে গত ১৯শে জানুয়ারী রবিবার কলকাতা প্রেস ক্লাবে হ্যালো কলকাতা সংস্থার সম্পাদক-পরিচালক এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি কসবা এবং অপর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা লায়ন্স ম্যাগনেটস-এর সভাপতি আশীষ বসাক সন্মান জানালো আলোকচিত্রী রাজেন বিশ্বাস কে। এদিন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। আশীষবাবু উপস্থিত সাংবাদিকদের বলেন রাজেন বিশ্বাস বছরের বহু বছর ধরে নিষ্ঠার সাথে আলোকচিত্রীর কাজ করছেন আর সেই কারণেই রাজেন বাবু কে সম্মানিত করা হলো।