
শিখা দেব : কলকাতা, ২৮ এপ্রিল, ২০২৪। আই এস এল ফুটবলের ফাইনালে খেলবার ছাড়পত্র পেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন ব্রিগেড দ্বিতীয় লেগে ২-০ গোলে ওড়িশা এফ সি কে হারিয়ে ফাইনালে খেলবার যোগ্যতা অর্জন করে। প্রথম লেগে ওড়িশা এফ সি ২-১ গোলে হারিয়ে দিয়ে ছিল মোহনবাগানকে। দুই লেগের খেলা শেষে মোহনবাগান ৩-২ গোলে জিতে পরপর দুবার ফাইনাল খেলার কৃতিত্ব দেখাল।
এদিন খেলার শুরু থেকে টানটান উত্তেজনা ছিল। সবুজ মেরুন শিবিরকে সমর্থন করবার জন্যে মাঠে প্রচুর দর্শক এসেছিলেন। সমর্থকদের উৎসাহে প্রথম মিনিট থেকে সবুজ মেরুন শিবিরের ফুটবলাররা আক্রমণ শানাতে থাকেন। আবার পাল্টা আক্রমণে ওড়িশার ফুটবলাররা প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করতে থাকেন। দুই দলই গোল করার সুযোগ তৈরি করে ব্যর্থ হয়। খেলার ২২ মিনিটে পেত্রাতোসের জোরালো শট ওড়িশার গোলরক্ষক অমরিনদর কোনও ক্রমে বাঁচলে, ফিরতি বলে জেসন কামিন্স গোল করতে ভুল করেন নি। তারপরে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। কিন্তু গোল হয় নি। শেষ পর্যন্ত ইনজুরি সময়ের তিন মিনিটের মাথায় বদলি ফুটবলার সাহাল আব্দুল সামাদ গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করে দেন। এখন অপেক্ষা ফাইনালে মোহনবাগান বাজিমাত করতে পারে কিনা?