সৃঞ্চিণী পোদ্দার, সোনারপুর: ১১ অক্টোবর, ২০২৪যখন গোটা রাজ্য জুড়ে কোণে কোণে থিমের দুনিয়ার মাঝে প্রতিযোগিতায় মত্ত প্রায় অধিকাংশ দূর্গা পুজো কমিটি। আর সেই সময় দাঁড়িয়ে চাকচিক্য থেকে সরে এসে একেবারে নিয়ম নিষ্ঠা ভরে সাবেকিয়ানাকে বজায় রেখে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করে থাকে উত্তর রামচন্দ্রপুর অধিবাসীবৃন্দ।সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত অত্যন্ত সুপরিচিত এই পুজো। যেখানে এলে মিলবে তৃপ্তি। বনহুগলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একতা সংঘের পরিচালনায় এ বছর মহামায়ার আরাধনার আয়োজন করা হয়। সময়,রীতি মেনেই পূজিতা হন দেবী দুর্গা। একদম ঘরোয়া পরিবেশে দুর্গাপুজোর নিয়ম মেনেই পুজো পান দেবী মহামায়া। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের নিয়ে নাচে গানে ম্যাজিক শোয়ের মধ্য দিয়ে ভরে ওঠে সান্ধ্যকালীন অনুষ্ঠান। এছাড়াও উত্তর রামচন্দ্রপুর অধিবাসীবৃন্দের এই পূজা মন্ডপে সূচনা পর্ব থেকে আর্থিকভাবেই সমাজের পিছিয়ে পড়া মহিলাদেরও নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন উদ্যোক্তারা। শুধুমাত্র নিজেরাই উৎসবে মাতোয়ারা হন। তা নয়। এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে পথের ধারে দিন কাটানো অসহায় করুন মানুষদের মুখে হাসি ফোটাতেও উদ্যোগী হয়ে থাকে এই পুজো কমিটির সদস্যরা। যেভাবে সারা বছর তারা জীব সেবার মাধ্যমে শিব সেবার আয়োজন করেন। আর এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়ও একই ধারা বজায় রেখেছে। শুধু এলাকা থেকে নয় পার্শ্ববর্তী এলাকা থেকেও পূজা মন্ডপে বহু মানুষ ভিড় জমান। আগামী বছরগুলো আরো মানুষের সহযোগিতা নিয়ে ধুমধাম সহকারে এই পুজোর আয়োজন করব এমনটাই বললেন উদ্যোক্তারা।
Related Posts
Spread the loveGRS News india : Kanchrapara, 12th.November 2024: Samsung proudly announced the grand opening of its largest store with authorized service centre at Kanchrapara on Tuesday. The ceremony featured…
Read moreSpread the loveবিশেষ প্রতিনিধি :ম্যাঙ্গালুরু, ১১ নভেম্বর, ২০২৪। দেশের সেরা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এর মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। গত শুক্রবার নভেম্বর ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত…
Read more