Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২ জুলাই, ২০২৪।  বেলেঘাটা সুভাষ সরোবরের আমরা ব্যতিক্রমী সংস্থার উদ্যোগে বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায় এর ১৪২ তম জন্মদিবস এবং সেইসাথে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে ডাঃ বি সি রায় পি জি আই পি এস বেলেঘাটা ক্যাম্পাস এ জেলা অগ্রিম নিরীক্ষণ কেন্দ্র (শিশু) বিভাগে এইদিন ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদানের পর সংস্থার সদস্য এবং নার্সিং সদস্যাগণ পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এর পরবর্তী পর্যায়ে এই হাসপাতালের সার্জিক্যাল অর্থোপেডিক এ ভর্তি হওয়া ৫৪ জন শিশুদের মধ্যে উপহার সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন আমরা ব্যতিক্রমীর সদস্যরা। যে সকল শিশু এই হাসপাতালে মায়েদের সাথে ভর্তি রয়েছেন তাদের বয়স ২ মাস থেকে ১২ বছর।

দেখা গেল এখানকার পেডিয়াট্রিক আইসিউ ও দেখা গেল অসাধারণ মানের। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, দীপক বিশ্বাস, গোপাল দেবনাথ, স্বপন ভট্টাচার্য, মিহির বালা, শিখা সাহা, আল্পনা চ্যাটার্জী, ইন্দ্রানী বালা সহ হাসপাতালের নার্সিং সদস্যারা এবং সাথে ছিলেন অন্যান্য দপ্তরের সদস্যগণ।

হাসপাতালের পরিবেশ বেশ সুন্দর এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সেইসাথে স্টাফদের ব্যবহার ও মনমুগ্ধকর। কথা প্রসঙ্গে ভর্তি হওয়া শিশুদের মায়েরা জানালেন বাড়ি চলে গেলেও এখানকার নার্সিং স্টাফদের ব্যবহার বহুকাল মনে থাকবে।